শুক্রবার, ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ২১

লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম): জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-পুরুষসহ কমপক্ষে ২১ জন আহত হয়েছে।

স্বজনরা তাদেরকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরের দিকে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী গ্রামে।

আহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবু সাঈদ ও হোসেন আলীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন শনিবার এলাকার মাতাব্বরদের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমি মীমাংসার লক্ষে সীমানা মাপযোগ করতে গিয়ে হোসেন আলীর সাথে সাইজউদ্দিনের কথাকাটাটির এক পর্যায়ে রক্ষক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ ২১ জন আহত হন। আহতরা হলেন, হোসেন আলী, হাসেম আলী, রাসেল মিয়া, জাইদুল ইসলাম, ময়জান, সুন্দরী, হালিমা, আনোয়ারা, জবেদা, আছমা। অপর পক্ষের আবু সাঈদ, সাইজ উদ্দিন, শাহালম, শিরিনা, রহিজ আলী, শাজাহান আল, চায়না আক্তার, আছিয়া বেগম, নুরনাহর, কদবানু ও রিদয় হোসেন। আহতদের মধ্যে গুরুত্বর আহত উভয় পক্ষের ১০ জনকে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

রৌমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল হেলাল মাহমুদ বলেন, এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ