মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

রৌমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের গণশুনানি অনুষ্ঠিত

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের বাম তীরে ভাঙ্গন রোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্প ও প্রস্তাবিত নতুন প্রকল্প নিয়ে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ফলুয়ারচর নৌকা ঘাট এলাকায় এ গণশুনানির আয়োজন করা হয়।উক্ত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আহসান হাবিব  তত্ত্বাবধায়ক  প্রকৌশলী, সার্কেল অফিস রংপুর।
এসময় উপস্থিত ছিলেন মোঃ রাকিবুল হাসান নির্বাহী প্রকৌশলী কুড়িগ্রাম, উপবিভাগীয় প্রকৌশলী  আ: কাদের, উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার, রৌমারী থানার অফিসার  ইনচার্জ লুৎফর রহমান, রৌমারী উপজেলা  বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু,উপজেলা জামায়াতে ইসলামীর আমির হায়দার আলী, সাঈদ খান, সোহেল রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো,সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রৌমারী উপজেলা সাজিদুল ইসলাম সবুজ,শিক্ষক আমিনুল ইসলাম,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভুক্তভোগী এলাকাবাসী।
গণশুনানিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা চলমান ও পরিকল্পিত প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং স্থানীয়দের মতামত গ্রহণ করেন। বক্তারা ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন প্রতিরোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।
স্থানীয় বাসিন্দারা তাদের দুর্ভোগের চিত্র তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। প্রধান অতিথি আহসান হাবিব আশ্বস্ত করেন যে, সরকারের গৃহীত পদক্ষেপের মাধ্যমে নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়েও বিশেষ নজর দেওয়া হবে।উল্লেখ্য, ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের ফলে প্রতিবছর রৌমারী উপজেলাসহ কুড়িগ্রাম জেলার অনেক পরিবার তাদের বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। তাই, এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবিতে পরিণত হয়েছে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ