লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রাম রৌমারীতে ভারতীয় চারটি গরু উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৮৫ হাজার টাকা।
জানা যায়, জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধীনস্ত সাহেবের আলগা বিওপির দায়িত্ব পূর্ণএলাকার মেইন পিলার থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিগ্রির চর নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে নায়েব সুবেদার মো. মোনায়েম খান এর নেতৃত্বে অভিযান চালায়। ভারত থেকে চোরাকারবারিরা গরু নিয়ে আসার সময় উপস্থিত বিজিবি টহল দল তাদের ধাওয়া করে।
এ সময় চোরাকারবারিরা দৌড়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে ৪টি ভারতীয় ষাড় উদ্ধার করা হয়েছে। যার মূল্য আনুমানিক ৬ লাখ ৮৫ হাজার টাকা। উদ্ধারকৃত ভারতীয় গরু ৪টির সিজার প্রস্তুত করে কাস্টমস, অ্যাক্সাইজ ও ভ্যাট সার্কেল রৌমারীতে জমা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।