বৃহস্পতিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রৌমারীতে স্মার্ট কার্ড বিতারণে অসদাচরণের অভিযোগ

লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম): স্মার্ট কার্ড বিতরণে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সাাধারণ মানুষের সাথে অসদাচরণের অভিযোগ উঠেছে নির্বাচন অফিসের সাপোর্টিং গ্রুপের টেকনিশিয়ান মো. কল্লোল মিয়ার বিরুদ্ধে।

এ বিষয়ে গতকাল উপজেলা নির্বাচন অফিসারের নিকট অভিযোগ দেন ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা রজব আলী।

সোমবার বিকালের দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণের সময়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নির্বাচন অফিসারের নির্দেশ মতে পূর্ব ঘোষিত সময় অনুযায়ী যাদুরচর ইউনিয়নে ৩ নং ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ শুরু করেন। বিকালের দিকে রাজিবপুর উপজেলার ইউনিয়ন উপ সহকারি ভূমি কর্মকর্তা মো. রজব আলী তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে স্মার্ট কার্ড উত্তোলনের জন্য যান। তিনি যাদুরচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। নির্বাচন অফিসের সাপোর্ট গ্রুপের টিম লিডার টেকনিশিয়ান কল্লোল মিয়া জাতীয় পরিচয়পত্রের মূল কার্ডটি দেখতে চান । এসময় জাতীয় পরিচয়পত্রে মূল কার্ডটি হারিয়েছে বলে জানান উপসহকারি ভূমি কর্মকর্তা রজব আলী। এ কথা বলার সাথে সাথে কল্লোল মিয়া রাগান্তিত হয়ে ওই ভূমি কর্মকর্তাকে উদ্দেশ্য করে অশালীন ভাষা ব্যবহার করেন। পরে ঘটনাটি মুহূর্তে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা নির্বাচন অফিসার ঘটনাস্থলে যান এবং উপস্থিত সবাইকে শান্ত করেন।

এছাড়াও সাধারণ মানুষের সাথেও অসদাচরণ করার একাধিক অভিযোগ রয়েছে কল্লোলের বিরুদ্ধে।

ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা রজব আলী বলেন, আমার মূল কার্ডটি হারিয়ে গেছে। তাই কার্ডের ফটোকপি নিয়ে স্মার্ট কার্ড তুলতে গেলে ওই টেকনিশিয়ান আমার সাথে খারাপ আচরণ করেন।

উপজেলা নির্বাচন অফিসার এমদাদুল হক জানান, টেকনিশিয়ানের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ পেয়েছি। বিষয়গুলো জেলা নির্বাচন অফিসারকে অবগত করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ