
লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
রবিবার সকাল ১০টার দিকে উপজেলার সিএনজি স্ট্যান্ডন থেকে ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।আটককৃত হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পূর্ব সুখাতি গ্ৰামের ফজলুল হকের ছেলে সোহেল রানা (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ১০টার দিকে সিএনজি স্ট্যান্ডন থেকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, গাঁজাসহ আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।