লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে দুই ইটভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানাসহ নতুন প্রস্তুতকৃত ২০ হাজার টাকা মূল্যের ইট ধ্বংস করেছেন উপজেলা প্রশাসন।
সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার রৌমারী সদর ইউনিয়নের জন্তিরকান্দা ও যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল দিও।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা সহকারি পরিচালক মো.রেজাউল করিম।
ম্যাজিস্ট্রেট রাসেল দিও বলেন, যেসব ইট ভাটার কাগজপত্র নেই এবং কৃষি জমি থেকে মাটি কেটে আনার অপরাধে ভাটাগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় রৌমারী ও যাদুরচর এলাকার এডিবি, এমজিএক্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও আরএমজি ইট ভাটার মালিক না থাকায় প্রস্তুতকৃত ২০ হাজার টাকার মূল্যের ইট ধ্বংস করেন। ইট ভাটাগুলো এক মাসের মধ্যে কাগজপত্র হালনাগাদ না করলে পুনরায় ভ্রাম্যমাণ আদালত বসানো হবে। অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে রৌমারী থানার এসআই তাজুল ইসলামসহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।