মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রৌমারী সীমান্তে বাংলাদেশি ৮ নাগরিক আটক

লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আবারো বাংলাদেশি ৮ জন নাগরিককে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ বিজিবি।

ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় টহলরত বিজিবি তাদেরকে আটক করে।

সোমবার ভোররাতে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মোল্লার চর সীমান্তে এ ঘটনাটি ঘটে।

আটককৃতরা হলেন, রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের ফরহাদ হোসেন (৩৫) ও জাকিরুল হক (৪৫), মোড়লগঞ্জ উপজেলার মধ্য বরিশাল গ্রামের চাঁন মিয়া (৫৮) ও সমশিল গ্রামের জামাল মল্লিাক (৬০), খগতপাতি গ্রামের জাকারিয়া শিকদার (১৮) পলিটিন গ্রামের রেজাউল শিকদার (২০), গামতলা গ্রামের নুরুল ইসলাম (৪৩), স্বরণখোলা উপজেলার উত্তল তাফালবাড়ি গ্রামের রাশেল তালুকদার (৩২)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাস আগে কাজের সন্ধানে দালালদের মাধমে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যায় এবং শ্রমিক হিসেবে কাজ করতেন। আটকব্যক্তিরা সোমবার দিনগত ভোররাতে ১০৬১ নং মেইন পিলার দিয়ে কাটাতারের বেড়ার ওপর দিয়ে চেরাইপথে বাংলাদেশের মোল্লারচর গ্রামে প্রবেশ করে।

খবর পেয়ে মোল্লার চর ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যায় এবং ওই ৮ জনকে আটক করেন। এর আগে ১ অক্টোবর কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর বোয়ালমারী সীমান্ত দিয়ে ১২ জন বাংলাদেশি নাগরিককে ফেরত দেয় ভারতীয় বিএসএফ।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, বিজিবি কর্তৃক আটক ব্যক্তিদের এখনও থানায় সোপর্দ করেনি। তবে শুনেছি ৮ জন ব্যক্তিকে আটক করেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ