
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ তারেক বিন রশিদ। তিনি বর্তমান পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফের স্থলাভিষিক্ত হন। গত সোমবার (১৭ জুলাই) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
তিনি বর্তমানে ডিএমপির ঢাকা মহানগর পুলিশের (ডিবি) সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) দায়িত্ব পালন করছেন। তার সহধর্মিনী হুমায়রা পারভীনও ঢাকা মহানগর পুলিশের ভিক্টিম সাপোর্ট সেন্টারের উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত আছেন।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অন্য একটি বিজ্ঞপ্তিতে লক্ষ্মীপুরের বর্তমান পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ সুপার করা হয়েছে।
জানা যায়, মোহাম্মদ তারেক বিন রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। এরপর অস্ট্রেলিয়ার সিডনির ম্যাকুয়ারি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন। ২০০৬ সালে ২৫তম বিসিএস এর মাধ্যমে পুলিশ ব্যাচে যোগদান করেন।