বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লক্ষ্মীপুরের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ তারেক বিন রশিদ

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ তারেক বিন রশিদ। তিনি বর্তমান পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফের স্থলাভিষিক্ত হন। গত সোমবার (১৭ জুলাই) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

তিনি বর্তমানে ডিএমপির ঢাকা মহানগর পুলিশের (ডিবি) সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনারের (ডিসি) দায়িত্ব পালন করছেন। তার সহধর্মিনী হুমায়রা পারভীনও ঢাকা মহানগর পুলিশের ভিক্টিম সাপোর্ট সেন্টারের উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত আছেন।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অন্য একটি বিজ্ঞপ্তিতে লক্ষ্মীপুরের বর্তমান পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ সুপার করা হয়েছে।

জানা যায়, মোহাম্মদ তারেক বিন রশিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। এরপর অস্ট্রেলিয়ার সিডনির ম্যাকুয়ারি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন। ২০০৬ সালে ২৫তম বিসিএস এর মাধ্যমে পুলিশ ব্যাচে যোগদান করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *