শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুরে অবসরপ্রাপ্ত  শিক্ষক-কর্মচারিদের সংবর্ধনা

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে অবসরপ্রাপ্ত প্রায় দেড় শতাধিক শিক্ষক ও কর্মচারিদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২ মার্চ) দুপুরে পৌর শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে এ আয়োজন করে মাওলানা একেএম আবদুল্লাহ ফাউন্ডেশন। এসময় শতাধিক মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা অনুদান প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে মাওলানা একেএম আবদুল্লাহ’র সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টুমচর ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হারুন আল-মাদানী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী,হাজিরহাট হামিদীয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসেন ফারুকী, টুমচর ইসলামীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইদ্রীস টুমচরী, সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মুনির, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হাফিজ উল্লাহ, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী মনোয়ার হোসেন মানিক পাটোয়ারী, হলি ফাউন্ডেশনের চেয়ারম্যান সর্দার সৈয়দ আহমেদ, পরিসংখ্যান বিভাগের সাবেক উপ-পরিচালক আবু খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ, সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইডিয়াল আলিম মাদরাসার চেয়ারম্যান মাওলানা মোঃ জসিম উদ্দিন।

এছাড়া উপস্থিত ছিলেন, ফালাহিয়া মাদরাসার চেয়ারম্যান মাওলানা জোবায়ের হোছাইন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ।

অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, আপনারা চাকরিজীবনে একনিষ্ঠ এবং দক্ষতার সাথে ছাত্রছাত্রীদের মাঝে জ্ঞান বিতরণ করেছেন। আপনাদের জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সমাজে অনেক শিক্ষার্থী আজ প্রতিষ্ঠিত। এই জেলার শিক্ষার প্রসারে আপনাদের অনন্য অবদানের কথা চির স্মরণীয় হয়ে থাকবে। 

সংবর্ধনা অনুষ্ঠান পরবর্তী অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারিদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং প্রয়াত শিক্ষকদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ