বৃহস্পতিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুরে উন্নয়ন কাজ পরিদর্শনে ইউএনও

জেলা প্রতিনিধি,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান উন্নয়নমূলক কাজের দৃশ্যমান অগ্রগতি পরিদর্শন করেন।

সোমবার (২৯ জানুয়ারি) উপজেলার লাহারকান্দি ও উত্তর হামছাদীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বশিকপুরে আশ্রয়কেন্দ্রর ঘরের কাজের অগ্রগতি পরিদর্শন করেন ইউএনও।

জানা গেছে, আবিরনগর গ্রামটি জেলা শহরের পাশে অবস্থিত। তবুও সরকারের বেশিরভাগ উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত রয়েছে এ গ্রামের পথঘাট। দীর্ঘদিন ধরে বায়তুশ শরফ জামে মসজিদের পুকুর পাড়ে একটি জনগুরুত্বপূর্ণ মাটির সড়ক রয়েছে। ভরপুর বর্ষাকালে এ সড়ক দিয়ে চলাচলের একেবারে বিঘ্ন ঘটে। সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে বর্ষার মৌসুমে। গ্রামবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ২ লক্ষ টাকার একটি বরাদ্দ দেন। একটি গার্ড ওয়াল নির্মাণ করার জন্য। ইতিমধ্যে সেই গার্ড ওয়ালের কাজ শেষ হয়েছে।

পরিদর্শন শেষে (ইউএনও) আরিফুর রহমান বলেন- জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে গার্ডওয়াল বরাদ্দ দেওয়া হয়। কাজের মান দৃশ্যমান হয়েছে। উপজেলা ব্যাপী আমাদের এ-সব উন্নয়ন কাজ চলমান রয়েছে। আমরা চেষ্টা করবো আবিরনগর গ্রাামের জন্য আরও কিছু বরাদ্দ দেওয়ার জন্য।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ