জেলা প্রতিনিধি,লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান উন্নয়নমূলক কাজের দৃশ্যমান অগ্রগতি পরিদর্শন করেন।
সোমবার (২৯ জানুয়ারি) উপজেলার লাহারকান্দি ও উত্তর হামছাদীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বশিকপুরে আশ্রয়কেন্দ্রর ঘরের কাজের অগ্রগতি পরিদর্শন করেন ইউএনও।
জানা গেছে, আবিরনগর গ্রামটি জেলা শহরের পাশে অবস্থিত। তবুও সরকারের বেশিরভাগ উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত রয়েছে এ গ্রামের পথঘাট। দীর্ঘদিন ধরে বায়তুশ শরফ জামে মসজিদের পুকুর পাড়ে একটি জনগুরুত্বপূর্ণ মাটির সড়ক রয়েছে। ভরপুর বর্ষাকালে এ সড়ক দিয়ে চলাচলের একেবারে বিঘ্ন ঘটে। সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে বর্ষার মৌসুমে। গ্রামবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ২ লক্ষ টাকার একটি বরাদ্দ দেন। একটি গার্ড ওয়াল নির্মাণ করার জন্য। ইতিমধ্যে সেই গার্ড ওয়ালের কাজ শেষ হয়েছে।
পরিদর্শন শেষে (ইউএনও) আরিফুর রহমান বলেন- জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে গার্ডওয়াল বরাদ্দ দেওয়া হয়। কাজের মান দৃশ্যমান হয়েছে। উপজেলা ব্যাপী আমাদের এ-সব উন্নয়ন কাজ চলমান রয়েছে। আমরা চেষ্টা করবো আবিরনগর গ্রাামের জন্য আরও কিছু বরাদ্দ দেওয়ার জন্য।