
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নে ফেসবুকের ছবিতে হা হা রিঅ্যাক্ট দেওয়ায় মো. মোহন (২১) নামের এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে করাতির হাট এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় মোহন ও তার ভাই আব্দুর রহমান আহত হয়।
জানা যায়, ১বছর আগে করাতির হাটের মা স্বর্ন শিল্পালয়ের কর্মচারী শাহিনের ফেসবুক স্টোরির ছবিতে হা হা রিঅ্যাক্ট দেয় উত্তর চর রমনী মোহন গ্রামের ইব্রাহিম হাওলাদারের ছেলে মো. মোহন। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার দুপুরে করাতির হাট বাজারে মোহন ও তার ভাই আব্দুর রহমানের আটকায় শাহিন। এতে কথা-কাটাকাটি হয়। পরে শাহিন, আজমীর, জোবায়ের, সাহারাব, বাবলুসহ ১৫-২০ জন তাদের ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি মারধর করতে থাকে। একপর্যায়ে তারা পালিয়ে যায়।
মোহনের পিতা ইব্রাহিম হাওলাদার অভিযোগ করে বলেন, ১ বছর আগের ফেসবুকের কি বিষয়ে নিয়ে তারা আমার ছেলেদের ওপর হামলা করেছে। তারা মারাত্মক আহত হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।
মোহন বলেন, এক বছর আগে শাহিরের একটি স্টোরিতে আমি হা হা দেই। সেটি কেন্দ্র করে আমরা বাজারে আসলে শাহিনসহ তারা ১৫-২০ জন আমাদের গতিরোধ করে এবং কথা কাটাকাটি হয়। পরে স্থানীয় কয়েকজন এসে সমাধানের চেষ্টা করে। কিন্তু জোবায়ের, আজমীরসহ তারা আমাদের বেধড়ক মারধর করে।
অভিযোগের বিষয়ে জানতে শাহিনকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনাস্থলে থাকা জোবায়ের বলেন, ১ বছর আগে হা হা রিঅ্যাক্টকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
ইউপি সদস্য কামরুল সরকার বলেন, ঘটনাটি আমি শুনেছি। উভয় পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করে দেবো।
চর রমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউসুফ ছৈয়াল বলেন, করাতির হাটে প্রায় সময় মারামারির ঘটনা ঘটে। আর এর নেতৃত্ব দেয় সুমন সরকার। সে সেখানে কিশোর গ্যাং পরিচালনা করে। আজকের হামলাও এ কিশোর গ্যাংয়ের। আমি ভুক্তভোগীদের আইনগত ব্যবস্থা নেওয়া জন্য পরামর্শ দিয়েছি।