শুক্রবার, ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

লক্ষ্মীপুর প্রতিনিধি : একাত্তরের মহান মুক্তিযুদ্ধে গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই দিয়ে স্লোগান ও কোটা আন্দোলনের নামে অস্থিতিশীলতার তৈরির প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ।

সোমবার বিকেল জেলা ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। মিছিলটি উত্তর তেমুহনী থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী গিয়ে শেষ হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধাণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়ার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মহসিন কবির সাগর, কমলনগর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম মাসুদুর রহমানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে। আর তখন পাকিস্তানের দোসর রাজাকাররা দেশের নিরীহ মানুষকে হত্যা করেছে। সেই রাজাকারদের প্রতি সাফাই দিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে। কোটা আন্দোলনের নামে তারা পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের অন্যতম শক্তি ছাত্রলীগ। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের পক্ষে ছাত্রলীগ সবসময় মাঠে রয়েছে-থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ