
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পোস্টার, ফেস্টুন, লিফলেট বিতরণ ও মশার ঔষুধ ছিঁটানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে শহরের প্রেস ক্লাবের সামনে পৌরসভার উদ্যোগে পথচারীদের মধ্য এই লিফলেট ও পোস্টার বিতরণ করেন জেলা প্রশাসক বেগম সুরাইয়া জাহান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রসঙ্গত, লক্ষ্মীপুরে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় ৪১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মোট ১৬৪জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।











