মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লক্ষ্মীপুরে একটিতে সাবেক ও অপরটিতে নতুন চেয়ারম্যান নির্বাচিত

লক্ষ্মীপুর প্রতিনিধি : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে লক্ষ্মীপুরে দুই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে রায়পুর উপজেলায় আনারস প্রতীকে স্থানীয় এমপি নুর উদ্দিন চৌধুরী নয়নের বোন জামাই ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মামুনুর রশিদ এবং রামগঞ্জ উপজেলায় জেলা পরিষদ চেয়ারম্যানের ছেলে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. ইমতিয়াজ আরাফাত বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এর মধ্যে রায়পুর উপজেলায় আনারস প্রতীকে মো. মামুনুর রশিদ ৩৬ হাজার ৫৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোটর সাইকেল প্রতিক নিয়ে উপজেলা আওয়ামীলীগের বহিষ্কৃত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন মাষ্টার ৩৩ হাজার ৮০৮ ভোট পেয়েছেন।

রামগঞ্জে মো. ইমতিয়াজ আরাফাত আনারস প্রতিক নিয়ে ৪৪ হাজার ০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক দেওয়ান দেওয়ান বাচ্চু মোটর সাইকেল প্রতীক নিয়ে ২৬ হাজার ৬০৯ ভোট পেয়েছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিন রাতে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনী কন্ট্রোলরূম থেকে জেলা রিটানিং কর্মকর্তা প্রিয়াংকা দত্ত বেসরকারিভাবে এই ঘোষণা দেন।

এই দুই উপজেলার মধ্যে রায়পুরে ৭৯ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৮৬৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৫০২ এবং নারী ভোটার ১ লাখ ১৯ হাজার ৩৬৬ জন।
রামগঞ্জে ১০২ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৪ হাজার ৬২৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৬১০ জন ও নারী ভোটার ১ লাখ ২৮ হাজার ১৮ জন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ