শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পুরুষ এক পদের বিপরীতে ৩২, নারী ২৫

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ২০৯২ জন প্রার্থী আবেদনের পর লাইনে দাঁড়িয়েছে। এরমধ্যে পুরুষ কনস্টেবল পদে ১৮৪২ জন ও নারী পদের জন্য ২৫০ জন আবেদন করেছেন। তবে জেলায় পুরুষ কনস্টেবল পদে নিয়োগ পাবেন ৫৬ জন ও নারীতে ১০ জন। এতে সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রথমদিনের পরীক্ষায় পুরুষ পদে একজনের বিপরীতে ৩২ জন ও নারী পদে একজনের বিপরীতে ২৫ জন লাইনে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।

জেলা পুলিশ প্রশাসন সূত্র জানায়, ট্রেনইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল ৭ টা থেকে জেলা পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম শুরু হয়। এবার নারী পদের জন্য ২৫০ জন ও পুরুষ কনস্টেবল পদের জন্য ১৮৪২ জন আবেদন করেছেন। উচ্চতা ও ওজনসহ কাগজপত্র বাছাইসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রথমদিনের পরীক্ষা নেওয়া হয়েছে। এরমধ্যে সাধারণ কোটা, মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা, এতিম কোটা ও উপজাতি কোট আছে। প্রথমদিনের পরীক্ষা উত্তীর্ণদের মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দৌড়, পুশ-আপ, উচ্চ লাপ ও দীর্ঘ লাপ পরীক্ষা রয়েছে। দ্বিতীয় দিনে উত্তীর্ণদের ২ মার্চ দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং পরীক্ষা রয়েছে। সব পরীক্ষায় যোগ্যতার পর উত্তীর্ণদের লিখিত পরীক্ষা ও পরে ভাইবা নেওয়া হবে।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। সদর দপ্তর, কুমিল্লা ও নোয়াখালী থেকে প্রতিনিধি এসেছে। তাদের সমন্বয়ে বোর্ড গঠন করা হয়েছে। নিরপেক্ষ ও স্বচ্ছভাবে এ নিয়োগ কার্যক্রম চলছে। নারী ও পুরুষ পদে পরীক্ষায় উত্তীর্ণ ৬৬ জনকে এবার নিয়োগ দেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ