
লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম হত্যার প্রতিবাদে খুনিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করছে।
সোমবার (০১ মে ) সকাল ১১টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বশিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নিহত যুবলীগ নেতা আব্দুল্লাহ আল নোমানের বড়-ভাই মো. মাহফুজুর রহমান মানববন্ধন তার বক্তব্যে বলেন- যতোক্ষণ এদেহ প্রাণ আছে, ততোক্ষণ পর্যন্ত সংগ্রাম চলবে। নোমান-রাকিব হত্যা মামলার প্রধান আসামী আবুল কাসেম জিহাদি এখনো ধরাছোঁয়ার বাইরে। আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত তাকে গ্রাপ্তার করতে পারেনি। দীর্ঘ ৩০ বছর ধরে এ বশিকপুরে খুনাখুনির রাজনীতি করে আসছে কাসেম জিহাদি। তার ইশারায় ডাকাতি-সন্ত্রাসী ও খুনাখুনি চল আসে বশিকপুরে। আজ পর্যন্ত প্রশাসন তার বিরুদ্ধে শক্ত কোনো ব্যবস্থা নেয়নি। নোমান-রাকিব জেলা পর্যায়ে রাজনীতি করছে এ বশিকপুর ইউনিয়নকে একটি পরিচ্ছন্ন রাজনীতি করতে। আর সন্ত্রাসী কাসেম জিহাদি তাদের বাঁচতে দিলো না।
উল্লেখ্য, মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় দূর্বৃত্তদের গুলিতে নিহত হন যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল নিয়ে যায় দূর্বৃত্তরা। গুলির শব্দ শুনে ঘটনাস্থল গিয়ে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা নোমানকে মৃত ঘোষনা করেন। ছাত্রলীগ নেতা রাকিবকে সংকটাপন্ন অবস্থায় ঢাকায় নেয়ার পথে মারা যান তিনিও।