ফয়সাল কবির, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ শিক্ষাবৃত্তি উপলক্ষ্যে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
১০ জানুয়ারি মঙ্গলবার সকালে লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ আয়োজনে ৪১ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা, আরওআই অংশু কুমার দেব, আরআই (পুলিশ লাইন্স) মোঃ আবদুস সামাদ, টিআই (প্রশাসন) প্রবীর কুমার দাস, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম তপন, প্রধান শিক্ষক সালমা বেগম, অন্যান্য শিক্ষকবৃন্দ, জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ।
এসময় পুলিশ সুপার মহোদয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত শিক্ষাবৃত্তি পরীক্ষায় লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্কুলের ১৩০৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।