
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত।
বুধবার (০১ মার্চ) সকালে জেলা পুলিশ লাইন্সে স্থাপিত শহীদ স্মৃতিস্তম্ভে প্রয়াত শহীদ পুলিশ সদস্যদের স্মরণে সম্মান প্রদর্শন করে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করেন পুলিশ সুপারসহ শহীদ পরিবারের সদস্যরা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ্জামান আশরাফ।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ মাহমুদুল হোসাইন,লক্ষ্মীপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোসলেহ্ উদ্দিনসহ সকল থানার অফিসার ইনচার্জ সহ জেলার সকল অফিসার, ফোর্স ও শহীদ পুলিশ সদস্যদের পরিবারবর্গের সদস্যগণ।