
লক্ষ্মীপুর প্রতিনিধি : ঈদুল আযহা উপলক্ষে লক্ষ্মীপুর সদর হাসপাতালে রোগীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। একসময় তিনি আর্থিক অসচ্ছল রোগীদের স্বজনদের হাতে নগদ অর্থ প্রদান করেন।
মঙ্গলবার দুপুরে পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার ব্যক্তিগত উদ্যোগে দুই শতাধিক রোগীদে স্বজনদের হাতে এবং বেডে রান্না করা খাবার পুঁছিয়ে দিচ্ছেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরূপ পাল, আওয়ামী লীগ নেতা মিঠু ভূঁইয়া, যুবলীগ নেতা রকি ভূঁইয়া, রতন ভূঁইয়া, ছাত্রলীগ শুভ ও স্বপনসহ প্রমুখ।
জানতে চাইলে মাসুম ভূঁইয়া জানান, প্রতিবছর রমজান ও কোরবানি ঈদের পরেরদিন হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মাঝে খাবার বিতরণ করে আসছেন। খাবার বিতরণের কার্যক্রম তাঁর অব্যাহত থাকিবে বলে জানানো হয়।
মেয়র মাসুম ভূঁইয়া অভিভূত হয়ে বলেন, অন্যদিনের চেয়ে আজকের হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা অনেক সুন্দর। একদিকে রোগীর সংখ্যা অন্যদিনের চেয়ে কম এর পাশাপাশি বর্তমান দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসারেরও আন্তরিকতার আছে বলে বুঝা যায়, হাসপাতালের পরিবেশ দেখে।