লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সোমবার (৬ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রঙ্গণে সম্পন্ন হয়েছে। এতে প্রতিনিধিদের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট মাহমুদুল হক সুজন, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অভিভাবক সদস্য, রসুলগঞ্জ বাজারের বিশিষ্ট্য ব্যবসায়ী মোবারক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির পাটোয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ফিরোজ।
ম্যানেজিং কমিটির সদস্য সচিব চররুহিতা ২নং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, দাতা সদস্য মাসুদুল আমিন, সদস্য রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মো. বেল্লাল হোসেন, অভিভাবক প্রতিনিধি পাখী আক্তার, ববিতা সাহা, জহিরুল ইসলাম, জনপ্রতিনিধি চর রুহিতা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার আবুল বাশার, শিক্ষক প্রতিনিধি ছালেহা বেগম, বিদ্যুৎসাহী সদস্য রাজিয়া সুলতানা।