বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লক্ষ্মীপুর ২ লাখ ৯৬ হাজার শিশু খাবে ভিটামিন-এ প্লাস

লক্ষ্মীপুর প্রতিনিধি : আগামী ১২ ডিসেম্বর মঙ্গলবার  লক্ষ্মীপুর জেলা ব্যাপী ২ লক্ষ ৯৬ হাজার ৬’শ ৩৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল।

রোববার (১০ ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে সিভিল সার্জন ডাঃ আহাম্মদ কবীর সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, ৬-১১ মাস বয়সী শিশুকে ‘নীল রঙের’ ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি ‘লাল রঙের’ ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে ‘মায়ের দুধের’ পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়াতে পরামর্শ দেওয়া হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৫টি উপজেলা ও একটি পৌরসভায় এ ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। লক্ষ্মীপুর-সদর ও পৌরসভা, রায়পুর, রামগঞ্জ, কমলনগর এবং রামগতি।

৬১ টি ইউনিয়নে ১৯৪ ওয়ার্ড, স্থায়ী কেন্দ্র ৬টি, অস্থায়ী কেন্দ্র ১৪৭৪, মোট কেন্দ্র ১৪৮০, স্বাস্থ্য সহকারী ২২২, এফ ডাব্লিউএ ২১৬, সিএইচসিপি ১৮০, স্বেচ্ছাসেবক ২৯৬০ ও ১ম সারীর সুপারভাইজার-১৮৪।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ