সোমবার, ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি দিচ্ছে ওয়ানপ্লাস

যায়যায়কাল ডেস্ক: ওয়ানপ্লাস বাংলাদেশে বহুল প্রতীক্ষিত নর্ড ৫ সিরিজ অফিসিয়ালি উন্মোচন করেছে।

বুধবার থেকে সারা দেশের অফিশিয়াল ওয়ানপ্লাস আউটলেট ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে এই সিরিজের ফোন দুটি। শক্তিশালী চিপসেট, বড় ব্যাটারি ও ফ্ল্যাগশিপ সব ফিচারসহ ওয়ানপ্লাস নর্ড ৫ ও নর্ড সিই ৫ ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত পারফরম্যান্স।

মেইড ইন বাংলাদেশ নর্ড ৫ সিরিজের অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে কেনা ফোনগুলোর জন্য থাকছে লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি। এর ফলে ভার্টিক্যাল লাইন ইস্যু ফেস করা ব্যবহারকারীরা বিশেষভাবে উপকৃত হবেন।

ওয়ানপ্লাস নর্ড ৫ ফোনে রয়েছে স্ন্যাপড্রগন® ৮ এস জেন থ্রি ফ্ল্যাগশিপ চিপসেট, ৬৮০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেলের সামনের ও পেছনের ক্যামেরা। সব মিলিয়ে ফোনটি এই ক্যাটাগরির অন্যতম শক্তিশালী ও অল-রাউন্ড ফোন।

অন্যদিকে, ওয়ানপ্লাস নর্ড সিই৫ -তে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ অ্যাপেক্স চিপ, স্মুথ গ্রাফিক্স ও এলপিডিডিআর ৫ এক্স র‍্যাম । ফোনটির বিশাল ৭,১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি দীর্ঘস্থায়ী ব্যবহার ও স্মুথ মাল্টিটাস্কিং নিশ্চিত করে। এই ক্যাটাগরির ফোনে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাটারি ও শক্তিশালী চিপসেট। এ থেকে বোঝা যায় ওয়ানপ্লাস ব্যবহারকারীদের চাহিদা বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে।

গেমিং বা ব্যবহার অভিজ্ঞতা আরও উন্নত করতে ওয়ানপ্লাস নর্ড ৫ পাওয়া যাচ্ছে ৫৩,৯৯৯ টাকায়। আর যারা বেশি ব্যাটারি ও শক্তিশালী পারফরম্যান্স চান, তাদের জন্য নর্ড সিই৫ এর দাম মাত্র ৩৫,৯৯৯ টাকা!

যেখানে পাওয়া যাচ্ছে

ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ পাওয়া যাচ্ছে দেশের সব অফিশিয়াল ওয়ানপ্লাস স্টোর ও রিটেইল স্টোরে। স্টোর লোকেশন জানতে ভিজিট করুন: https://www.oneplus.com/bd/experience-and-retail#/

এছাড়াও, অনলাইনে পিকাবু ও গ্যাজেট অ্যান্ড গিয়ারের স্টোরেও পাওয়া যাচ্ছে স্মার্টফোনগুলো।

লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি

ওয়ানপ্লাস সবসময়ই গুণগত মান ও ব্যবহারকারীদের আস্থাকে গুরুত্ব দেয়। এবার বাংলাদেশে তৈরি করা ওয়ানপ্লাস ফোনে প্রথমবারের মতো থাকছে লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি। ফোনে ভার্টিক্যাল লাইন সমস্যার সুরক্ষা দেবে এই ওয়ারেন্টি। তবে বাইরের আঘাত, অপব্যবহার বা মানবসৃষ্ট ক্ষতি এই ওয়ারেন্টির আওতায় পড়বে না। সুবিধাটি ওয়ানপ্লাস অথরাইজড সার্ভিস সেন্টারে শর্তসাপেক্ষে দেওয়া হবে ও পার্টস সরবরাহ থাকাকালীন সময় পর্যন্ত কার্যকর থাকবে। ওয়ানপ্লাস এই অফারের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার সংরক্ষণ করে।

ওয়ানপ্লাস বাংলাদেশের সিইও মেঙ্ক ওয়াং বলেন, “আমরা আমাদের ব্যবহারকারীদের প্রয়োজনকে সবসময় গুরুত্ব দিই। তারা চায় আরও শক্তিশালী ফোন, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও নিশ্চয়তা। তাই নর্ড ৫ সিরিজে আমরা শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি বাংলাদেশে তৈরি ফোনের জন্য ইন্ডাস্ট্রি-ফার্স্ট লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টিও দিচ্ছি। এটি স্থানীয় উৎপাদনে আমাদের আস্থা ও ব্যবহারকারীদের ফিডব্যাকের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রমাণ। ওয়ানপ্লাসে আমরা বিশ্বাস করি- আপনার আস্থাই আমাদের অঙ্গীকার।”

সার্ভিস ও সাপোর্ট নিশ্চিত করতে ওয়ানপ্লাস ৩৬টি আফটার-সেলস সেন্টার গড়ে তুলেছে যার মধ্যে রয়েছে ২৪টি সার্ভিস সেন্টার ও ১২টি সার্ভিস পয়েন্ট। মাত্র এক বছরের মধ্যেই ওয়ানপ্লাস স্থানীয় বাজারে ব্যবহারকারীদের আস্থা অর্জনে মনোযোগ দিয়েছে। লাইফটাইম ডিসপ্লে ওয়ারেন্টি এরই একটি বাস্তব, চিন্তাশীল পদক্ষেপ। এই উদ্যোগ প্রমাণ করে ওয়ানপ্লাস ফ্ল্যাগশিপ ফিচারের সাথে সেরা গ্রাহকসেবা দিতেও প্রতিশ্রুতিবদ্ধ যাতে ব্যবহারকারীরা নির্ভরযোগ্য ও উন্নত অভিজ্ঞতা উপভোগ করতে পারেন।

ওয়ানপ্লাস ইকোসিস্টেম এখন আরও সমৃদ্ধ

ওয়ানপ্লাস-এর সকল আইওটি প্রোডাক্ট যেমন, ওয়ানপ্লাস প্যাড ৩, প্যাড লাইট, ওয়াচ ৩, ওয়াচ ৩ ৪৩এমএম, বাডস ৪ এখন বাংলাদেশের অফিশিয়াল স্টোর এবং অনলাইন পার্টনারদের মাধ্যমে পাওয়া যাচ্ছে। এই ইকোসিস্টেম সম্প্রসারণের মাধ্যমে ওয়ানপ্লাস ব্যবহারকারীদের জন্য একটি স্মার্ট ও কানেক্টেড অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *