মো. জিল্লুর রহমান, লাকসাম (কুমিল্লা): ‘ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল, ক্রিয়া নিয়ে এগিয়ে চল- এই স্লোগানকে সামনে রেখে লাকসাম ইছাপুরায় যুব সমাজের আয়োজনে জুলাই শহীদ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনালের আসর সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাইফুল ইসলাম হিরুর সুযোগ্য পুত্র রাফসান ইসলাম বলেন, একমাত্র নিয়মিত খেলাধুলাই পারে একজন যুবককে মন্দ কাজ থেকে বিরত রাখতে। নিয়মিত খেলার চর্চা করলে শরীর যেমন ভালো থাকে, তেমনি সকল কাজেও উদ্যমী হওয়ার শক্তি পাওয়া যায়। একটি মেধাবী জাতি গড়তে হলে নিয়মিত খেলার কোনো বিকল্প নেই।
বর্তমান সময়ে যুবকদের মোবাইল গেমসের প্রতি আসক্তি বেড়ে যাওয়ায় প্রতিনিয়তই ঘটছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। আর এই ধরনের কর্মকাণ্ড থেকে যুব সমাজকে রক্ষা করতে ও নিজেদের মেধাবী হিসেবে গড়ে তুলতে হলে এই ধরনের খেলার আয়োজনের কোনো বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা যুবদলের আহবায়ক জিল্লুর রহমান ফারুক, গোবিন্দপুর ইউনিয়ন (উত্তর) বিএনপির সভাপতি আজহারুল হক খোকা, সাবেক ছাত্রনেতা এমরান হোসেন মিলন, লাকসাম পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কপিল উদ্দিন জিবন, লাকসাম পৌর ছাত্রদলের প্রস্তাবিত আহবায়ক তারেক আজিজ, যুবদল নেতা হাসান মাহমুদ রাসেল, খসরু আলম পারভেজ, শাহজালাল মহিন, রাসেদ খান, ইউনিয়ন উত্তর ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি মো. আল-আমিনসহ প্রমুখ। উক্ত খেলায় চ্যাম্পিয়ন হয়েছে দুরন্ত সাতঘর ক্লাব ও রানার্সআপ হয়েছে ইছাপুরা পুর্বপাড়া আইডিয়াল ক্লাব।