বুধবার, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লাকসাম কিশোরকন্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

Oplus_131072

মো. জিল্লুর রহমান, লাকসাম (কুমিল্লা): ‘কিশোর কন্ঠ পড়বো, জীবনটাকে গড়বো’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কুমিল্লা দক্ষিণ জেলার উদ্যোগে আয়োজিত কিশোরকন্ঠ ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় লাকসাম গ্রীন ক্যাসেল রেস্তোরাঁ মিলনায়তনে এ আয়োজন করা হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা কিশোরকন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান মহিউদ্দিন রনির সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা সাইদুল ইসলাম।

তিনি তাঁর বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, `মেধাবীদের প্রতি আমাদের প্রত্যাশা বেশী। তাদেরকে নিজেদের মেধা ও নৈতিকতার সমন্বয়ে জাতির আকাঙ্খা ফুটিয়ে তুলতে হবে।’

তিনি আরো বলেন, আমরা একদল দেশপ্রেমিক সাহসী মানুষ চাই, যারা শুধু নিজেদের ব্যক্তি জীবনেই সীমাবদ্ধ থাকবে না। বরং বঞ্চিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করবে। মেধাবীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু পাঠ্যপুস্তক নিয়েই লেখাপড়া করলে চলবে না। নিজেদেরকে চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে। নীতি-নৈতিকতা জ্ঞান সম্পন্ন মানুষ তৈরি হলেই সমৃদ্ধ স্বদেশ গঠন সম্ভব। তবেই মিলবে দুনিয়ায় প্রশান্তি ও পরকালীন মুক্তি।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মোটিভেশনাল স্পিকার এড. আল মামুন রাসেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ