শনিবার, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লাকসাম নারী উদ্যোক্তা ডিভাইস গ্রুপের আয়োজনে মেলা অনুষ্ঠিত 

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা: ভাষা দিবস উপলক্ষে কুমিল্লার দক্ষিণ লাকসাম অবস্থিত দ্যা গ্রিন ভিউ রেস্টুরেন্টে এন্ড পার্টি সেন্টারে লাকসাম নারী উদ্যোক্তা ডিভাইস গ্রুপের আয়োজনে মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় উদ্যোক্তারা তাদের নিজের হাতের তৈরি বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন। 
শুক্রবার লাকসাম উপজেলার ইউএনও কাউসার হামিদ উদ্যোক্তাদের উৎসাহ দিতে মেলার স্টল পরিদর্শন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, লাকসামে গুম হওয়া দুই বিএনপি নেতার পরিবারের সদস্য,গোলাম ফারুক, রাফসান ইসলাম, তন্ময় ও শাহরিয়ারসহ আরো অনেকেই।
লাকসামে উদ্যোক্তাদ ডিভাইস গ্রুপ এর আয়োজনে তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে  ৫০জন নারী উদ্যোক্তা অংশ নিচ্ছেন।
প্রথমবারের মতো আয়োজিত এই মেলাটি শুক্রবার,শনিবার ও রবিবার সকাল বিকাল ০৩টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।এখানে ১৩টি স্টল ছিলো। নারী উদ্যোক্তারা ঘরে বসে শাড়ি, থ্রি পিস, ব্যাগ, পাপোষ, বিভিন্ন প্রকার আচার ও উন্নতমানের খাবার তৈরি করছেন। তালিকায় রেখেছেন চাইনিজ খাবার, মাশ

রুমের চপসহ নানা রকমের পিঠা-পুলি।
অনেক উদ্যোক্তা তাদের কাজের জন্য আরো ৪/৫ জন নারী শ্রমিকও রেখেছেন। একদিকে নিজেরা লাভবান হচ্ছেন, অন্যদিকে আরো বেকার নারীদের কর্মসংস্থানের ব্যবস্থাও করছেন তারা।
মেলায় আসা দর্শনার্থীরা বলেন, নারী উদ্যোক্তাদের মেলায় এসে খুবি ভাল লাগছে। অনেক ধরনের খাবার ও প্রসাধনী তাদের স্টলে সাজিয়ে রেখেন। খুব ভাল উদ্যোগ। নারীরা আসলে কর্ম করতে পারে, এখানে এসে তা আবারো দেখা গেলো। তবে মেলাটি তিনদিনের জন্য ছিলো, যদি কয়েকদিন ধরে থাকতো তাহলে খুবি ভাল হতো।
ডিভাইস গ্রুপ এর নারী উদ্যোক্তা এডমিন নুসরাত নবী মুনা বলেন, “বর্তমানে নারী উদ্যোক্তা ডিভাইস গ্রুপ সদস্য ২৫০০ জনের উপরে। আমাদের সবার উদ্দেশ্য এক। কীভাবে নিজেকে স্বাবলম্বী করে তুলবো, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বর্তমান উপজেলা প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা করছে। প্রতিটি সদস্য তাদের নিজ নিজ হাতের তৈরি খাবার ও প্রসাধনী মেলায় তুলেছেন। আলহামদুলিল্লাহ সবার বেচা-বিক্রি অনেক ভাল হয়েছে।”
 নারী উদ্যোক্তা খাজিদা ইসলাম  বলেন, “আমি গর্বিত ডিভাইস গ্রুপ এর নারী উদ্যোক্তা হতে পেরে। প্রথমে ২/৩  জন নারী সদস্য নিয়ে কাজ শুরু করলে বর্তমানে আমাদের ২৫০০ জন সদস্য রয়েছে।”
উদ্যোক্তারা আরো বলেন, মেলার মাধ্যমে উদ্যোক্তারা দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিশে থাকা ঐতিহ্যবাহী পণ্যের প্রসারের সুযোগ পাবেন।
“তিনব্যাপী নারী উদ্যোক্তাদের পণ্যের প্রসারে আমরা প্রতিবছরই এরকম আরও অনেক মেলার আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছি”।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *