বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

লাঙ্গলিয়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

মো. নাজমুল ইসলাম, নেত্রকোনা: আটপাড়া উপজেলার লাঙ্গলিয়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় উপজেলার শুনই ইউনিয়নের গোয়াতলা এলাকায় সমবায় সমিতির নিজ কার্যালয়ে।

নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. হাকিম উদ্দিন মাস্টার। সমিতির সভাপতি পদে মো. রকিব হোসেন সাঞ্জু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ—এই দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক পদে মো. হিরন আহম্মেদ (হরিণ প্রতীক) ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন (চাঁন মিয়া) দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৭৪ ভোট।

অন্যদিকে, কোষাধ্যক্ষ পদে মো. ইমরান হোসেন তুহিন (টিউবওয়েল প্রতীক) বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি পেয়েছেন ৩৭১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আব্দুর রেজ্জাক (মই প্রতীক) পেয়েছেন মাত্র ৩৯ ভোট।

নির্বাচনে বিজয়ী প্রার্থীরা প্রতিক্রিয়ায় বলেন, “আমাদের ওপর বিশ্বাস ও আস্থার জন্য আমরা সকল ভোটার ভাই-বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিজয়ী ও বিজিত সবাই মিলে সমবায় সমিতিকে একটি আদর্শ ও সুসংগঠিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব। ইনশাআল্লাহ এলাকাবাসীকে একটি সুন্দর ও কার্যকর পানি ব্যবস্থাপনার উপহার দিতে সক্ষম হবো।”

নির্বাচনকে ঘিরে গোয়াতলা এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান এলাকাবাসী।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *