বুধবার, ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

লাফার্জ-হোলসিমের সুরমা প্ল্যান্ট পরিদর্শনে রাষ্ট্রদূত চার্লস হুইটলি 

মীর আমান মিয়া লুমান, ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ছাতকে অবস্থিত লাফার্জ-হোলসিম বাংলাদেশের সুরমা প্ল্যান্ট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলি। সুরমা প্ল্যান্টে এসে পৌছালে তাকে স্বাগত জানান কোম্পানির চীফ অপারেটিং অফিসার মোহাম্মদ ইকবাল চৌধুরী, চীফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার ও এইচআর ডিরেক্টর আসিফ ভূইয়া এবং হেড অব ইন্ডাস্ট্রিয়াল অপারেশনস হারপাল সিং। 

পরিদর্শন কালে তিনি দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট প্ল্যান্টের অ্যাগ্রিগেটস, জিওসাইকেল, উৎপাদন পদ্ধতি, কমিউনিটির জন্য টেকসই উন্নয়ন কর্মসূচী এবং উদ্ভাবনী সুবিধাসমুহ ঘুরে দেখেন। কর্মীদের উদ্দেশ্যে আয়োজিত টাউন হল মিটিং এ তিনি অংশ নেন এবং বক্তব্য রাখেন।  

সম্প্রতি প্ল্যান্টে পরিদর্শনে আসা চার্লস হুইটলি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক সম্পর্ক বিগত কয়েক বছরে জোরদার হয়েছে এবং বাংলাদেশে বিনিয়োগের আরো সুযোগ রয়েছে। লাফার্জ-হোলসিম বাংলাদেশ ইউরোপীয় বিনিয়োগ গুলোর অন্যতম যা বাংলাদেশের নির্মাণ খাতে সবচেয়ে বড় বিদেশী বিনিয়োগ। তিনি লাফার্জ-হোলসিমের স্বাস্থ্য ও সুরক্ষা মানদন্ড, পরিচালন পদ্ধতি এবং কমিউনিটির জন্য গৃহীত টেকসই উন্নয়ন কর্মকান্ড দেখে অভিভূত।” সবশেষে লাফার্জ-হোলসিম এর বৃক্ষ রোপন কর্মসূচীতে অংশ নেন তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ