
আশরাফুল ইসলাম আসিফ, চলনবিল : সিরাজগঞ্জের তাড়াশে ১৫ আগস্ট উপলক্ষ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এক শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে ১ নং তালম ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের নিয়ে তালম ও রানীরহাট এলাকায় প্রধান প্রধান সড়ক ঘুরে তাড়াশে উপস্থিত হয়।
এ সময় সকল নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখের ১ নং তালম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সোহরাব হোসেন ও তালম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সোলেইমান হোসেন।
১৫ আগস্ট সামনে রেখে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের লুটপাট ও নৈরাজ্যের প্রতিবাদে আমরা আজ শান্তি মিছিল করেছি। এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে সারাদেশে তারা লুটপাট করে খেয়েছে। তারা আবার নতুন নতুন ফন্দি আঁটতে চাচ্ছে। কিন্ত আমরা এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি।
বক্তারা বক্তব্য শেষ করে সকাল সাড়ে ৯টার দিকে তাড়াশের উদ্দেশ্য প্রায় ২শ’ মোটরসাইকেল নিয়ে রওনা হয়।