বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

লুট-হত্যা-গুম-খুন করে পালিয়েছে স্বৈরাচার সরকার: রফিকুল ইসলাম খান

বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, স্বৈরাচার সরকার হত্যা,খুন, গুম, লুটপাটসহ নানা অপকর্ম করে দেশ থেকে পালিয়ে গেছে। হাসিনা সরকার জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে চেয়েছিল আর আল্লাহ সেই হাসিনাকে দেশ থেকে বিদায় করে দিয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় সিরাজগঞ্জের রায়গঞ্জের বারইভাগ বিলচান্দি হাফিজিয়া মাদ্রাসা মাঠ চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ নজরুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সেক্রেটারি ডা. এস এম মুনসুর আলী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম, রায়গঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা আবুল কালাম বিশ্বাস, সেক্রেটারি মো. খোরশেদ আলম, সিরাজগঞ্জ সদর উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান, সাবেক রায়গঞ্জ পৌর মেয়র মোশাররফ হোসেন আকন্দ, সিরাজগঞ্জ শহর কর্মপরিষদ সদস্য মুফতি আলী আজগর, সাবেক ছাত্রনেতা গোলাম আজম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামরুল ইসলাম, সেক্রেটারি সুমন আহমেদ প্রমুখ।

আলোচনা সভা শেষে ঢাকায় নিহত শহীদ নজরুল ইসলামের পরিবারের নিকট নগদ অর্থ প্রদান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ