মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শহিদ আসিফের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার আস্কপুর গ্রামের শহিদ আসিফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আস্কপুর বায়তুল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে প্রাণ হারান তরুণ আসিফ। তার আত্মার মাগফিরাত কামনায় মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মেহেদী হাসান।

মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দিন, ৪নং নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রেজাউল করিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন।

উপস্থিত বক্তারা শহিদ আসিফের স্মৃতিচারণ করে তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। আসিফের বাবা মাহমুদ আলম, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরাও মাহফিলে অংশগ্রহণ করেন।

বক্তারা সমাজে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ