মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শহিদ স্মৃতি পাঠচক্রের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা

সমাপ্তী খান, মাভাবিপ্রবি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “শহিদ স্মৃতি পাঠচক্র,মাভাবিপ্রবি”–এর দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি (২০২৫-২৬) ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সিপিএস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অভিষেক চৌধুরী সজীব, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ কামাল মিয়া।

অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ইমন,সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শুভ ও সিদ্দিক আল সোয়াদ, কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান, উপ-কোষাধ্যক্ষ নুসরাত জাহান অরপি, দপ্তর সম্পাদক সাদমান হাফিজ, উপ-দপ্তর সম্পাদক মোঃ ইমরান হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবিদ ফেরদৌস মিয়া, উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ তুহিন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাদিয়া জান্নাত, উপ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাসলিম খান অয়োমী, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক জিসান রহমান, উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক নোমান হাসান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সিফাত, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ তৌকির আজাদ

কার্যকরী সদস্য হিসেবে যুক্ত হয়েছেন- রাকিব হাসান, সাদিয়া আক্তার, মীর মাহফুজুর রহমান, রাফিন আহমেদ রাব্বি, জুয়াইরিয়া, মোঃ আব্দুল্লাহ ইবনে মাসুদ, ইসরাত জাহান নিশা, মোঃ তাহমিদ হাসান, মোহাম্মদ আল শাহরিয়ার ইমন, মলি রানী বর্মন এবং আঁখি খান।

নবনির্বাচিত সভাপতি অভিষেক চৌধুরী সজীব বলেন, “আমাদের উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলা, সমালোচনামূলক চিন্তার বিকাশ ঘটানো এবং জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করা। পাশাপাশি গবেষণা উদ্যোগ, মুক্ত আলোচনা এবং দূরদর্শী কর্মপরিকল্পনার মাধ্যমে আমরা তরুণ প্রজন্মকে সৃজনশীল, দায়িত্বশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সচেষ্ট থাকব।”

সাধারণ সম্পাদক মোঃ কামাল মিয়া বলেন, “নিয়মিত পাঠচক্র, বইপাঠ ও আলোচনার মাধ্যমে সদস্যরা যেমন জ্ঞানসমৃদ্ধ হচ্ছে, তেমনি মুক্তচিন্তা ও গবেষণার পরিবেশও গড়ে উঠছে। এখানে যোগদানের মাধ্যমে তরুণরা জ্ঞান বিনিময়, মেধার বিকাশ ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়। ভবিষ্যতে এ সংগঠনকে শুধু বইপাঠেই সীমাবদ্ধ না রেখে গবেষণা, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক উদ্যোগের মাধ্যমে একটি প্রগতিশীল প্রজন্ম তৈরির কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত করা আমাদের লক্ষ্য।”

উল্লেখ যে,“শহিদ স্মৃতি পাঠচক্র,মাভাবিপ্রবি”একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, যা শিক্ষার্থীদের পাঠাভ্যাস, জ্ঞানচর্চা, মুক্তবুদ্ধি, সাংস্কৃতিক ও গবেষণামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ