
মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর): রংপুরে কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন ব্যারিস্টার রাকিন আহম্মেদ।
বুধবার বিকালে ২০০৯ সনে ঢাকার পিলখানার ঘটনায় হত্যাকাণ্ডের শিকার বিডিআর -এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ এর পুত্র ব্যারিস্টার রাকিন আহমেদ এর নের্তৃত্বে (চাকুরিচ্যুত) বিডিআর সদস্যরা। এ সময় তিনি আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় রাকিন আহম্মেদ বলেন , ‘আবু সাইদের আত্মত্যাগের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন বেগবান হয়েছে। আবু সাঈদের মতো সাহসী ছাত্র বিপ্লবের মধ্যে আমারা স্বাধীনতা পেয়েছি। আবু সাঈদের মতো যারা প্রাণ দিয়েছেন তাদের এই হত্যাকাণ্ডের বিচার চাই।
উল্লেখ্য, গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। গুলির ভিডিও দেশ-বিদেশে সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে ভাইরাল হলে আন্দোলন নতুন মাত্রা পায়।