শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শহীদ আবু সাঈদের বাড়িতে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের ভিটেমাটিতে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) এর আয়োজনে ২ দিনব্যাপী শহীদ আবু সাঈদ হেলথ ক্যাম্প অনুষ্টিত হয়েছে।

রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া কামিল মাদ্রাসায় শহীদ আবু সাঈদের স্মরণে শহীদ আবু সাঈদ হেলথ ক্যাম্পের আয়োজন করলো পিপিআরসি। সকাল থেকেই বৈরি আবহাওয়া উপেক্ষা করেই স্বাস্থ্যসেবা নিতে আসেন বিভিন্ন বয়সের সেবা প্রত্যাশীরা।

হেলথ ক্যাম্পটিতে চক্ষু, হাড়, চর্ম-যৌন, ডায়বেটিসসহ বিভিন্ন বিশেষজ্ঞ ১৪ জন ডাক্তার চিকিৎসা দেন যা চলবে শনিবার পর্যন্ত ।

শুক্রবার সকালে দুদিন ব্যাপী হেলথ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তত্তাবধাযক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। শহীদ আবু সাঈদের নামে এলাকায় একটি স্থায়ী হাসপাতার করার দাবি তার পরিবারের ।

সেবা নিতে আসা রোগীরা জানায়, এমন হেলথ ক্যাম্পের আয়োজন যেন বারবার করা হয়।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডা. হোসেন জিল্লুর রহমান জানান, আবু সাঈদের যে আত্নত্যাগ সেটা সাধারণ মানুষকে সেবাদানের মধ্য দিয়ে একটু মর্যাদা দেয়ার চেষ্টা করছি। আমাদের ডাক্তার টিম ঢাকা, চট্টগ্রাম ও রংপুর থেকে এসেছে। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যারাই সেবা নিতে আসবে তাদের চাহিদাটা যেন পূরন করতে পারি। আমরা কিছু ওষুধ নিয়ে আসছি তা দেওয়ার চেষ্টা চলছে। যারা স্থানীয় আছেন সবার সহযোগিতা দরকার। আমাদের রোগীদের তরফ থেকেও সহোযোগিতা দরকার। আপনাদের সহযোগিতা না পেলে ভালো করে সেবা দিতে পারব না।

এসময় উপস্থিত ছিলেন আবু সাঈদেরদের বাবা মকবুল হোসেন, আবু সাঈদের বড় ভাই আবু হাসান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকত আলী, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ আরো অনেকে।

আবু সাঈদরা যে বৈষম্যের বিরুদ্ধে লড়েছেন সেই স্বপ্ন পূরণে এমন আয়োজন করতে পেরে খুশি আয়োজকেরা। আবু সাঈদ, মুগদ্ধরা যে স্বপ্ন নিয়ে তাদের জীবন উৎসর্গ করে গেছেন সেই স্বপ্ন বাস্তবায়নে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে বৈষম্যহীন একটি সোনার বাংলা গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা সবার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ