শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শহীদ আবু সাঈদ নিয়ে কটূক্তিকারী বরখাস্ত হওয়া ম্যাজিস্ট্রেট ঊর্মির শাস্তির দাবি পীরগঞ্জে

মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদ সম্পর্কে বরখাস্ত হওয়া ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির ফেসবুক পোস্ট প্রত্যাখ্যান করে তাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার তাপসী তাবাসসুম ঊর্মিকে দ্রুত গ্রেফতার ও তার শাস্তির দাবিতে শহীদ আবু সাঈদের পরিবার ও জনসাধারনের পক্ষে পীরগঞ্জ প্রেসক্লাব চত্তরে মানববন্ধন হয়েছে।

এতে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদুন্নবী পলাশ, সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ন আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, পেীর বিএনপির আহবায়ক সাইফুল আজাদ, শহীদ আবু সাইদের বড় ভাই রমজান আলী, আবুল হোসেন, সমম্নয়ক নাহিদ ইসলাম, আবু কাওসার মো. রায়হান, সাংবাদিক করিম সরকার ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুহুল আমিন প্রমুখ।

সভায় বক্তরা বলেন, স্বৈরাচারি শেখ হাসিনা সরকারের পতনের জন্য যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল সে আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ। তার এ মৃত্যু গোটা দেশ তথা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। তার এ আত্মত্যাগের মধ্যে দিয়ে ছাত্রজনতার যে তীব্র আন্দোলন গড়ে উঠেছিল এতে নিহত হয়েছে শতশত ছাত্র-জনতা। শেষ পর্যন্ত হাসিনা সরকারের পতন হয়েছে। গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। দেশবাসী সহ গোটা বিশ্ববাসীর কাছে এ আন্দোলনে শহীদগণ সমাদৃত। অথচ সরকারের একজন কর্মকর্তা হয়ে আবু সাঈদ সম্পর্কে ম্যাজিট্রেট উর্মি যে ধৃষ্টতা দেখিয়েছে তা অগ্রহযোগ্য ।

এ মানববন্ধন থেকে বক্তরা দ্রত উর্মিকে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন । পরে জাফরপাড়া সর্বস্তরের জনগণেরর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন পীরগঞ্জ উপজেলা শাখাও একই দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও গুলশান মোড়ে প্রতিবাদ সভা করেছে। তারাও উক্ত তাপসী তাবাসসুম ঊর্মিকে দ্রত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ