শুক্রবার, ১৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শাপলা আর শাপলা কলি এক নয়, পার্থক্য আছে: ইসি সচিব

যায়যায়কাল প্রতিবেদক: নির্বাচনী প্রতীকের তালিকায় যুক্ত হওয়া ‘শাপলা কলি’ আর ‘শাপলা’ এক নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

‘শাপলা’ প্রতীক নিয়ে গত প্রায় ৪ মাস ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে টানাপোড়েন চলছিল ইসির।

ইসি কোন বিধির আলোকে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করল—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘ইলেকশন কমিশন মনে করেছে যে “শাপলা কলি” রাখা যেতে পারে। এটা কারও দাবির সঙ্গে প্রাসঙ্গিক না। এনসিপি “শাপলা” প্রতীক চেয়েছে। দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা আমার মনে হয় ব্যাখার অবকাশ রাখে না।’

এনসিপির চাপে তফসিলে ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে কি না—ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘নতুন যে প্রতীকগুলো এসেছে, সেখানে “শাপলা কলি” রাখা হয়েছে। “শাপলা” আর “শাপলা কলি”র ভেতর পার্থক্য আছে।’

‘আমরা নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিল সংশোধন করেছি। কিছু কিছু প্রতীক নিয়ে কিছু মন্তব্য আমরা শুনেছি। সেগুলো বিবেচনায় আগে যে ১১৫টি প্রতীক ছিল, তার থেকে আমরা ১৬টি প্রতীক বাদ দিয়ে নতুন করে প্রতীক নিয়ে ১১৯টি প্রতীকের শিডিউল করেছি,’ বলেন তিনি।

ইসি সচিব আরও বলেন, ‘কিছু প্রতীক নিয়ে বিরূপ মতামত ও মন্তব্য এসছে। একপর্যায়ে কমিশন মনে করেছে, এটা সংশোধন করলে করা যেতে পারে। সে হিসেবে সংশোধন হয়েছে। ব্যাপারটা এখন আর তখনের নয়। কমিশন দরকার মনে করেছে, করেছে। যদি ভবিষ্যতে প্রয়োজন হয় আবার সংশোধন করবে। এটা কোনো স্ট্যাটিক বিষয় না। কোনো আইন বিধির প্রয়োজন হয় না, এখানে নতুন করে বিতর্কের যোগ দেখছি না।’

বিভিন্ন দলের দাবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘নির্বাচনের তিনটা মূল ধারা। একটা রাজনৈতিক দল, আরেকটা ভোটার এবং নির্বাচন কমিশন নিজেই। এই তিনটা একটা আরেকটার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে আসবে, এর অর্থ এই না যে আমরা চাপের মধ্যে আছি।’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ