শুক্রবার, ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

শাহজাদপুরে কোটি টাকা নিয়ে উধাও এনজিও

আমিনুল হক, শাহজাদপুর: সিরাজগঞ্জের শাহজাদপুরে পাবলিক ওয়েল ফেয়ার অর্গানাইজেশন (পিডাব্লিও) নামে এক ভুয়া এনজিও গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গ্রাহকরা বিক্ষোভ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খবরটি ছড়িয়ে পড়লে এনজিওটির অফিসের সামনে শত শত গ্রাহক বিক্ষোভ করে।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের শক্তিপুর পশ্চিম পাড়া গ্রামে। খবর পেয়ে সোমবার বিকেলে ক্ষতিগ্রস্ত শতশত নারী পুরুষ এনজিওটির অফিসের সামনে উপস্থিত হয়। এসময় জড়িত কেউ না থাকায় গ্রাহকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভুয়া এনজিওটি শক্তিপুর পশ্চিমপাড়া গ্রামের ইতালি প্রবাসী আনিসুর রহমান রিপনের ৩য় তলায় তাদের অফিস করেছিল। তাদের ২ জনের নাম মিজান ও ইসমাইল বলে জানা গেছে।

জানা যায়, পাবলিক ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে নামসর্বস্ব এটি এনজিওর লোকজন পৌরশহর ও উপজেলার বিভিন্ন স্থানে সহজ শর্তে ঋণ দেয়ার আশ্বাস দিয়ে কয়েক হাজার সদস্য সংগ্রহ করে। ঋণের বিপরীতে লাখ প্রতি ১০ হাজার টাকা সঞ্চয় সংগ্রহ করতে থাকে।

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, প্রত্যেককে ২ লাখ টাকা ঋণ দেয়ার কথা বলে ২০ হাজার টাকা করে সংগ্রহ করে। সোমবার বিকেলে কিছু গ্রাহককে ঋণ প্রদানের কথা ছিল। সেই অনুযায়ী বিকালে গ্রাহকরা ঋণ গ্রহণের জন্য অফিসে এসে অফিস তালাবদ্ধ দেখতে পায়। পরে তাদের প্রদানকৃত মোবাইল নাম্বারে যোগাযোগ করে বন্ধ পাওয়া যায়।

খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার গ্রাহকেরা এসে বিক্ষোভ করে ও অফিসে ভাঙচুর চালায়। পরে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক মো. ইমদাদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

এই বিষয়ে বাসার মালিকের স্ত্রী আলফি খাতুন বলেন, ১০ থেকে ১২ দিন পূর্বে ২ জন ব্যক্তি বাসা ভাড়া নিয়েছিল। তাদের সাথে এগ্রিমেন্ট ও আইডি কার্ড চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মঙ্গলবার এসে সবকিছু করবে বলে জানিয়েছিল। তাদের নাম, ঠিকানা তিনি জানেন না বলেও জানান।

শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ আছলাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা শুনেছি ভুয়া এনজির সাইনবোর্ড লাগিয়ে শত শত মানুষের নিকট থেকে কোটি টাকা নিয়ে উধাও হয়েছে। এদের মধ্যে দুইজন নারী ও পুরষেরা ছিল।এ ব্যপারে আমরা মামলা দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *