সোমবার, ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শাহজাদপুরে নিখোঁজ ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

আমিনুল হক শাহজাদপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৫ দিন ধরে নিখোঁজ থাকা ব্যবসায়ী রইচ ফকিরের (৫৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে নলুয়া বটতলার একটি খালের ধারে স্থানীয় বাসিন্দা তাহেজ ফকির লাশটি দেখতে পান। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত রইচ ফকির উপজেলার কাংলাকান্দা নতুনপাড়া গ্রামের ওমর আলী ফকিরের ছেলে।

পরিবারের দাবি, রইচ ফকির নিজের দোকান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। লাশটি অত্যন্ত গলিত অবস্থায় পাওয়া যায়, তবে একটি হাতে ছয়টি আঙুল থাকার কারণে তার পরিবার লাশটি শনাক্ত করতে সক্ষম হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, রইচ ফকিরকে হত্যা করে খালের পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল। পানি কমে যাওয়ার কারণে লাশটি ভেসে ওঠে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর ঘটনার বিস্তারিত জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত বিচার দাবি করেছেন। পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ