সোমবার, ৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,২১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

শাহজাদপুরে মদের দোকান বন্ধের দাবিতে মুসল্লিদের

আমিনুল হক, শাহজাদপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের শাহজাদপুরে মদের দোকান পুনরায় খোলার প্রতিবাদে ও স্থায়ীভাবে বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারণ মুসল্লী ও স্থানীয়রা।

শুক্রবার জুম্মার নামাজ শেষে শাহজাদপুর উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে সরকারি কলেজ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

এসময় উপজেলা চত্বরে মানববন্ধন করেন বিক্ষোভকারীরা। মিছিল ও মানববন্ধনের সময় মদের দোকান অবিলম্বে বন্ধের দাবীতে শ্লোগান দিতে থাকেন মুসল্লিরা।

এর আগে মঙ্গলবার শাহজাদপুরে মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ইউএনও ও ওসির কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

গত ১২ জুলাই শাহজাদপুরে মানিক সরকারের মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে জনসাধারণ। এসময় জনসাধারণ মদের দোকানে ভাঙচুর চালায়। পরদিন বাগদি সম্প্রদায়ের কয়েকজন মদের দোকান খোলার দাবিতে থানার সামনে বিক্ষোভ করে।

ঘটনাটি ছড়িয়ে পরলে দেশজুড়ে ব্যাপক সমালোচনার প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৪ জুলাই সন্ধ্যায় মানিক সরকারের মদের দোকান সিলগালা করে দেয়। মদের দোকান বন্ধের খবর ছড়িয়ে পড়লে শাহজাদপুরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করে জনসাধারণ।

সম্প্রতি মানিক সরকারের মদের দোকান পুনরায় খোলার খবরে শাহজাদপুর উপজেলা জুড়ে অসন্তোষ শুরু হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *