শুক্রবার, ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শাহবাগে পিজি হাসপাতালে আগুন

যায়যায় কাল প্রতিবেদক : সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে শাহবাগে জড়ো হওয়া আন্দোলনকারীদের একটি অংশ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও ভাঙচুর চালিয়েছে।

রোববার বেলা সাড়ে ১০টার দিকে পুরান ঢাকার চকবাজার থেকে একদল শ্রমিক লাঠিসোঁটা হাতে শাহবাগে জড়ো হন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনের দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন।

দুই পক্ষ মুখোমুখি হলে আন্দোলনকারীদের একটি অংশ ইটপাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে ধাওয়া দিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিএসএমএমইউর ভেতরে চলে যান। পরে আন্দোলনকারীরা বিএসএমএমইউর ফটক ভেঙে ভেতরে ঢুকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেন।

তখন হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্সসহ বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়, পুড়িয়ে দেওয়া হয় কয়েকটি মোটরসাইকেল ও বাস। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন ভবনে ঢিল ছুঁড়ে এবং লাঠি দিয়ে ভাঙচুর চালানো হয়। দুপুর ১২টা পর্যন্ত সেখানে ফায়ার সার্ভিসের কোনো গাড়ি দেখা যায়নি।

একপর্যায়ে হামলাকারীরা একটি ভবনে ঢোকার চেষ্টা করলে ভেতর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী ও কর্মচারীরা প্রতিরোধ গড়েন। তাদের ধাওয়ায় হামলাকারীরা ফটকের দিকে চলে যায়

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেন, “হাসপাতালে আক্রমণ কাম্য নয়। সবাইকে এই কাজ থেকে নিবৃত থাকা উচিত।”

এর আগে পুরান ঢাকা থেকে শাহবাগ অভিমুখে আসার পথে টিএসসিতে দায়িত্বপালনরত পুলিশ ও আনসারদের ধাওয়া করে আন্দোলনে থাকা ওই অংশটি। তারা শাহবাগ থানার সামনে এসেও পুলিশকে ধাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ থানার ভেতর চলে যাওয়ায় কোনো সংঘর্ষ বাধেনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *