মঙ্গলবার, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখতে সমাজের সকলে এগিয়ে আসতে হবে: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিজি

বশির আলমামুন, চট্টগ্রাম: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি বলেছেন দেশে প্রতি হাজার জনসংখ্যার মধ্যে একজন মাদক কারবারি রয়েছে এবং প্রতিদিন ২০ কোটি টাকার মাদক বিক্রি হচ্ছে, যা বছরে ৭ হাজার ৩০০ কোটি টাকার সমান।
গত শনিবার  চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “পাশের দেশগুলোর ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে মাদকের ভয়াবহ বিস্তার ঘটছে। আমাদের দেশে কোনো প্রকার মাদক তৈরি হয় না। তবে সীমান্ত এলাকা এবং সমুদ্রপথ দিয়ে পাশের দেশগুলো থেকে মাদক প্রবেশ করছে। মাদক নিয়ন্ত্রণে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।”
মাদকসেবীদের ৮০ শতাংশই তরুণ ও শিক্ষার্থী উল্লেখ করে মহাপরিচালক বলেন, “তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে প্রশাসনের উচিত ছোট-বড় সব পর্যায়ের মাদক কারবারিদের আইনের আওতায় আনা। পাশাপাশি, অভিভাবক, শিক্ষক ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাদকবিরোধী কার্যক্রমে অংশ নিতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের অতিরিক্ত  জেলা প্রশাসক (এল এ) এ কে এম গোলাম মোর্শেদ খান, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের অধ্যক্ষ রুনু মজুমদার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রেজওয়ান উস সালেহীন, সৈয়দা হোসনে আরা আলম খান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল হক খান, মাঝিরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতির সভাপতি লায়ন এম এ মুছা বাবলু ।
অনুষ্টানের সার্বিক সহযোগিতায় ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এ আয়োজনের মাধ্যমে সমাজে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে সচেতন করে একটি সুন্দর ভবিষ্যৎ গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *