বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

স্কুলে গিয়ে গাঁজা সেবনের অভিযোগে

শিক্ষার্থীদের হাতে ধরা খেলেন দুই পুলিশ সদস্যসহ তিনজন; পাঠানো হয়েছে ডোপ টেস্টে

রানা সরদার নওগাঁ: নওগাঁ সরকারি (কৃষ্ণধন) কেডি উচ্চ বিদ্যালয় থেকে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

অভিযোগ উঠেছে স্কুলের সীমানায় এসে ওই তিনজন গাঁজা সেবন করছিল। বিষয়টি দেখতে পেয়ে শিক্ষার্থীরা তাদেরকে চ্যালেঞ্জ করলে এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর সার্চ করে একটি গাঁজার সিগারেট পাওয়া যায় বলে অভিযোগ করেন উপস্থিত শিক্ষার্থীরা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদেরকে নিয়ে এসে ডোপ টেস্টে পাঠিয়ে দেয়।

ঘটনাটি ঘটেছে রোববার সকাল সাড়ে ১০টার দিকে কেডি স্কুলের সীমানায় পরিত্যাক্ত ভবনের পাশে।

অভিযোগ ওঠাদের মধ্যে দুইজন পুলিশ সদস্য হলেন সুজন ও আলী আলম এবং অপরজন হলেন একজন সরকারি কর্মকর্তার ড্রাইভার কার্ত্তিক সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্তকারী অফিসার এস আই নুর নয়ন। তিনি সন্ধ্যা ৬টার দিকে মুঠোফোনে বলেন, তাদের ডোপটেস্টের রিপোর্ট এই মাত্র হাতে পেলাম। তিনজনেরই নেগেটিভ এসেছে। এখন বিষয়টি উর্দ্ধতন স্যারেরা দেখবেন।

এদিকে পুলিশ সদস্য শিক্ষার্থীদের হাতে গাঁজা সেবনকালে আটক বিষয়টি নিয়ে ইতিমধ্যে কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। এই প্রতিবেদকের হাতে আসা কয়েকটি ভিডিওতে দেখা যায়, পোশাক পড়া এক পুলিশকে তাদের পক্ষে সাফাই গেয়ে বলতে শোনা যায়, রোজার দিন তারা এখানে এসে বিড়ি খাচ্ছিল। পোশাক ছাড়া আরেক পুলিশ সদস্য বলেন, একটা বিষয় নিয়ে এখানে এসে কথা বলছি। তবে তাদের এই যুক্তি মেনে নেননি শিক্ষার্থীরা।

অপরদিকে তাদের এমন কথা শুনে শিক্ষার্থীদের বলতে শোনা যায়, আপনাদের কাজ অফিস রুমে। আপনাদের স্কুলে ঢোকার কোনো বৈধতা আছে কিনা জানতে চাইলে তারা কোনো উত্তর দিতে পারেনি। তাই শিক্ষার্থীরা বলেন, আপনাদের স্কুলে ঢোকার বৈধতা নেই। এখানে ঠিকাদারী কাজ চলছে এই বাহানা দিলেও মানা যেত।

আরও বলতে শোনা যায়, গাঁজা খাচ্ছিল এমন ভিডিও আমাদের কাছে আছে। হাতে একটা সিগারেট সদৃশ বস্তু নিয়ে তাদেরকে বলতে শোনা যাচ্ছে এটা গাঁজার সিগারেট। অবৈধ প্রশাসন, মানি না মানবো না। পুলিশ কেন গাঁজা খায় “জবাব চাই, বিচার চাই।”

এমন সময় একজন চলে যেতে চাইলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠে। তবে তার মুখে মাক্স পড়া ছিল। তাই শিক্ষার্থীরা তাকে মাক্স খুলতে বলেন।

বিকেল সাড়ে ৫টার দিকে জানতে চাইলে নওগাঁ সদর হাসপাতালের আরএমও ডাক্তার আবু জার গাফ্ফার মুঠোফোনে বলেন, তিনজনকে ডোপটেস্টের জন্য আনা হয়েছিল। তাদের স্যাম্পল নেওয়া হয়েছে। প্রসেসিং চলছে। যেকোনো সময় রিপোর্ট জানা যাবে বলেও জানান তিনি।

নওগাঁ সরকারি কেডি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহেদ ফেরদৌস বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সদস্যসহ তিনজনকে শিক্ষার্থীরা গাঁজা সেবন করতে দেখতে পায়। বিষয়টি তাদেরকে বলতে গেলে তারা শিক্ষার্থীদের উপর চড়াও হয়। কিন্তু বেশি শিক্ষার্থী থাকায় তারা পারেনি। একসময় শিক্ষার্থীরা তাদেরকে সার্চ করলে তাদের পাশে গাঁজার সিগারেট পায়। খবর পেয়ে ডিবির একটি টিম এসে তাদেরকে নিয়ে যায়। এবং শাস্তির বিষয়টি নিশ্চিত করবেন বলে আমাদেরকে জানান।

তিনি আরও বলেন, আমরা স্কুলকে মাদক ও ইভটিজিং মুক্ত ঘোষণা করেছি। স্কুল ছুটির পর বহিরাগতরা এসে এখানে প্রতিনিয়ত মাদক সেবন করে। বিষয়টি আমরা আইনশৃঙ্খলা বাহীনিকে বলেছি।

নওগাঁ সরকারি কেডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, ইতিপূর্বে পুলিশ প্রশাসনের কোনো সদস্য এই স্কুলে মাদক সেবন করে কিনা এটা আমার জানা নেই। আজ আমি জানতে পারি, ওই তিনজন নাকি গাঁজা সেবন করেছে, তাদের মধ্যে পুলিশ সদস্য ছিল। তাই তাদেরকে ছাত্ররা ধরে রেখেছে এবং পরবর্তীতে পুলিশ এসে তাদেরকে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, আমার শিক্ষা প্রতিষ্ঠান একটা পবিত্র জায়গা। এখানে যদি কেউ নেশাদ্রব্য নিয়ে আসে বা সেবন করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানতে চাইলে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি এম এ মান্নান মুঠোফোনে বলেন, খবর পেয়ে কেডি স্কুল থেকে দুইজন পুলিশ সদস্যসহ তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে সেখানে সদর থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন। আমরা উনার সহায়ক হিসেবে কাজ করেছি।

নওগাঁ কেডি স্কুল থেকে দুই পুলিশ সদস্যকে নিয়ে আসার কথা স্বীকার করেছেন নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী। কেন নিয়ে আসা হয়েছে এমন প্রশ্নে তিনি মুঠোফোনে বলেন, সিগারেট অথবা নেশা জাতীয় কিছু খাচ্ছিল, সেই জন্য ডোপ টেস্টে পাঠানো হয়েছে। ডোপ টেস্টের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ