
কেফায়েতুল্লাহ কায়সার, চট্টগ্রাম ব্যুরো : মশক নিধন ও পরিষ্কার অভিযান করেছে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বেলা বারোটায় আনুষ্ঠানিকভাবে এ অভিযান শুরু হয়। প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটির আশ-পাশসহ আর্টিলারি রোড এলাকায় এ-কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযান উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ।
এসময় গোলাম মোর্শেদ বলেন, আমরা শিশুদের সব সময় নানান সচেতনতামূল বিষয়াদি ও শিখনফলন নিয়ে কাজ করি। আমরা বিশ্বাস করি শিশুরা শিখলে সমাজ উপকৃত হবে। আর তারা সচেতন হলে দেশ এগিয়ে যাবে।
চট্টগ্রাম নগরীর হালিশহর সেনানিবাস এলাকার এই শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের শুধু ক্লাসের পাঠদানে সীমাবদ্ধ না রেখে সবসময় নানানা সচেতনাতামূলক কাজে অংশগ্রহণ করে থাকে। তারই ধারাবাহিকতায় আজাকের এই আয়োজন।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বুলবুল, স্কাউট শিক্ষক, মো. মোজাম্মেল হোসেন, বিএনসিসি শিক্ষক মো. সাইফুল ইসলাম সাইমুন, গার্লগাইড শিক্ষক সুমাইয়া ইসলাম ও রেডক্রিসেন্ট শিক্ষক মো. শফিকুল ইসলাম।