শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়মে ৮ মাস বিদ্যুৎ বিল বকেয়া

কৌশিক চৌধুরী, হিলি : প্রায় ৮ মাসে ৩৮ হাজার ৯৪৫ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় দিনাজপুরের হিলির নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন বিদ্যুৎ বিভাগ। প্রায় ১২ দিন থেকে বিদ্যালয়টিতে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এতে দুর্ভোগে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

গত ২৮ জুন বিদ্যালয়টির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন হিলি পল্লী বিদ্যুৎ অফিস। তারপর থেকে এখন পর্যন্ত সংযোগের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

হিলি পল্লী বিদ্যুৎ অফিসের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালে মে মাস পর্যন্ত ৩৮ হাজার ৯শ ৪৫ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে ওই শিক্ষা প্রতিষ্ঠানটির।

বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, ১২ দিন থেকে স্কুলে বিদ্যুৎ নেই। গরমের মধ্যে কষ্ট করে পরীক্ষা দিতে হচ্ছে। প্রধান শিক্ষক আজ বিদ্যুৎ বিল দিবেন কাল দিবেন এভাবেই চলছে।

নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন,স্কুলের ফান্ডে টাকা না থাকার কারনে বিদ্যুৎ বিল পরিশোধ করা সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে দ্রুত সংযোগ লাগানোর।

তবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল আলম ডাবলু বলেন,আমি গেলো দুই মাস হলো এই বিদ্যালয়ের সভাপতি পদের দায়িত্ব গ্রহণ করেছি। এরপর থেকে বিদ্যুৎ বিল পরিশোধের বিষয়ে প্রধান শিক্ষককে বার বার বলার পরেও তিনি পরিশোধ না করায় গত ২৮ জুন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

তিনি আরো বলেন, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘটনাকে কেন্দ্রে করে জরুরী ভিত্তিতে মিটিং করে প্রধান শিক্ষককে বিল পরিশোধ করার কথা বলা হয় তবে তিনি আজ পরিশোধ করবে কালকে করবে বলে কালক্ষেপণ করছে।

হিলি পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম বিশ্বজিৎ সরকার জানান,হাকিমপুরে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল পরিশোধ রয়েছে। তবে এই একটি মাত্র প্রতিষ্ঠানের ৮ মাসেন বিদ্যুৎ বিল বকেয়া থাকায় এবং বার বার নোটিশ করার পরেও পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের কেউ এখন যোগাযোগ করেনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *