
মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এসময় ইটভাটার মালিক সিরাজুলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার উপজেলার দেউলী ইউনিয়নের বিহারপুর এলাকায় অভিযান চালিয়ে এ এস বি ব্রিকস নামক ইটভাটা গুড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা ও জরিমানা করা হয়।
বগুড়া প্রশাসন ও নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এবং আব্দুল্লাহ আল মামুন। পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহাথীর বিন মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স ব্যতীত অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনার অপরাধে সিরাজুল ইসলামের এ এস বি ব্রিকস নামক ইটভাটার কিলন ভেঙে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ইটভাটা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এসময় ইটভাটার মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান হয়।
বগুড়া জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহাথীর বিন মোহাম্মদ বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইটভাটা বন্ধ ঘোষণার পাশাপাশি অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান পরিচালনার সময় বগুড়া জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা, সেনা সদস্য, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।