
মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে করতোয়া নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর(৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার রায়নগর ইউনিয়নের প্রতাববাজু গ্রামের পাশে করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার রায়নগর ইউনিয়নের প্রতাববাজি গ্রামের পাশে করতোয়া নদীতে প্রায় ৫ ফুট উচ্চতার এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে শিবগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার তদন্ত অফিসার আব্দুস শুকুর জানান, ওই নারী পাগল টাইপের ছিলো। মাঝে মধ্যে এখানে এসে গোসল করতো। লোকটি বয়স্ক ছিলো। সম্ভবত পানিতে পড়ে মারা গেছে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করে মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে নারীর মৃত্যুর কারণ জানা যাবে।