
ইউসুফ আলী: বগুড়া শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নে কৃষক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী কৃষক সমাবেশের অংশ হিসেবে শনিবার উপজেলার কিচক ইউনিয়নে এ কৃষক সমাবেশে অনুষ্ঠিত হয় ।
সমাবেশে কিচক ইউনিয়নের কৃষকদলের সভাপতি মো. মইনুল ইসলাম ছোটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানা’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা কৃষকদলের কার্য নির্বাহী সদস্য মাহফুজুর রহমান।
এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক সামিউল আলম সামি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা কৃষকনেতা কৃষকনেতা রনি আকন্দ, বেলার শেখ দিপু, শিবগঞ্জ কৃষকদলের সভাপতি জহরুল ইসলাম ঠান্ডু, সাধারণ সম্পাদক তোফাইল আহমেদ সাবুসহ প্রমুখ।