শুক্রবার, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে কীটনাশকের দোকানে অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা

মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় নকল কীটনাশক বিক্রির দায়ে দোকানের মালিক আশরাফুল ও আব্দুল মতিনকে নগদ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার দুপুর ২টার দিকে উপজেলার মহাস্থানে রিফাত অ্যান্ড অথৈ ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান।

বিষয়টি নিশ্চিত করে তাসনিমুজ্জামান বলেন, এমিন্যান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ‘সিলেক্ট প্লাস-৩৫’ নামক ছত্রাকনাশকের নকল করে বিক্রি করে আসছিলো রিফাত অ্যান্ড অথৈ ট্রেডার্স। পরে গোপন সংবাদের ভিত্তিতে ঐ দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় নকল কীটনাশক বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ