মঙ্গলবার, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

শিবগঞ্জে জ্ঞানের আলো শিক্ষা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Oplus_131072
মিনহাজ আলী, শিবগঞ্জ ( বগুড়া): বগুড়ার শিবগঞ্জ উপজেলার জ্ঞানের আলো পাবলিক স্কুলের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের  সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার  বেলা ১২টায় স্কুল প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক খালেদা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার এমদাদুল হক। পরে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এই শিক্ষা অফিসার।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষে দিকনির্দেশনা বক্তব্য দেন স্কুলের নির্বাহী পরিচালক সাংবাদিক কামরুল হাসান। তিনি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই আগামী দিনে দেশ পরিচালনা করবে। একটি দেশ ও জাতিকে উন্নতি করতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই সন্তানদের হাতে মোবাইল ফোন না দিয়ে বিভিন্ন শিক্ষামূলক বই দিতে হবে। এতে তাদের মেধার বিকাশ ঘটবে।
এসময় উপস্থিত ছিলেন, অভিভাবক রেজাউল করিম, ফরিদুল ইসলাম, ফারুক, তাজুল ইসলাম, শুভাকাঙ্ক্ষী খালিদ হাসান মিলু, কোরাইশ, রবিন, সুমাইয়া, রুহি,হাসিবা তামিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *