
জগন্নাথ সাহা, চাঁপানবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাক্টর চাপায় আব্দুর রহমান নামে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা শান্তি বেগম।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের চাচা ইউসুফ আলী জানান, সকালে আব্দুর রহমানকে নিয়ে তার বাবা-মা মোটরসাইকেল যোগে মনাকষা ইউনিয়নের সাহাপাড়া নানীর বাড়ি যাচ্ছিল। পারচৌকা এলাকায় বিদ্যুৎএর খুটিবাহী একটি ট্রাক্টর তাদের ধাক্কা দিলে, শিশু আব্দুর রহমান মায়ের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তার মা শান্তি বেগমও পড়ে গিয়ে গুরতর আহত হয়েছে। তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।