
মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া): বগুড়ার শিবগঞ্জে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করলেন মো. জিয়াউর রহমান। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৩টায় নিজ দফতরে যোগদান শেষে উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন।
জিয়াউর রহমান ৩৬তম বিসিএস (প্রশাসন)-এর একজন কর্মকর্তা। তিনি শিবগঞ্জে যোগদানের আগে ঢাকা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (বিআরটিএ) হিসেবে দায়িত্ব পালন করছেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধপরিকর। এই উপজেলার মানুষকে নিরাপদে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো। শিবগঞ্জ উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলবো। সরকারি সকল কাজে সাধারণ মানুষকে সহযোগিতা করতে উপজেলার সকল সরকারি অফিসের কর্মকর্তাকে অবহিত করব।
এসময় শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।